ক্রমশ উন্নত হচ্ছে এআই প্রযুক্তি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের ভাবনাকেও পড়ে ফেলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। টেক্সটের আকারে লিখেও ফেলতে পারে তা।
ননইনভেসিভ পদ্ধতিতে (মস্তিস্কে কোন চিপ বসানো ছাড়াই) মানুষের ভাবনাকে লিখতে পারে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। গবেষকরা পদ্ধতিটির নাম দিয়েছেন সিমেনটিক ডিকোডার। গবেষকরা প্রাথমিক ভাবে মনে করছেন, স্ট্রোক ও প্যারালাইসিসে যেসব রোগী কথা বলার ক্ষমতা হারিয়েছেন তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে প্রযুক্তিটি।
মাইক্রোসফটের চ্যাটজিপিটি, গুগুলের বার্ড ব্যবহার করে গবেষণাটি করেছেন ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে’র একদল গবেষক। নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে।
কোনো গল্প শোনার পর বা কোন কিছু কল্পনা করার পর মানুষের মনে যেসব ভাবনা মনে খেলা করে, তার প্রায় ৫০ % লিখে ফেলতে পেরেছে এই এআই প্রযুক্তিটি।