একটা দেশ, জনসংখ্যা খুব কম, কতোটা কম? মাত্র ২৭ জনের বাস। একান্নবর্তী পরিবারেই হয়তো সদস্য সংখ্যা এরকম হয়, অথচ এ নাকি দেশ, নাম সিল্যান্ড।
ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০ কিমি দূরে অবস্থিত। বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ০.০০৪ কিমি স্কোয়ার।
দেশটিতে প্রচলিত ভাষা ইংরেজি। দেশটির নিজস্ব জাতীয় সঙ্গীত আছে। ফুটবল টিম আছে, পাসপোর্ট আছে, এমনকি স্ট্যাম্পও আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হত এই সমুদ্র বন্দর। ১৯৬৬ সালে ব্রিটিশ নাগরিক মেজর প্যাডি রয় বেটস এবং তার পরিবার সিল্যান্ডে বসবাস শুরু করেন এবং সিল্যান্ডকে স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন।
২০১২ সালে ৯১ বছর বয়েসে প্যাডি বেটস মারা গেলে তার ছেলে মাইকেল বেটস এই দেশের রাজা হন। নানা সমস্যার কারণে আপাতত সিল্যান্ডে যাওয়ার অনুমতি নেই বাইরের কারোরই।