পিছনে হাতি ! সামনে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটছেন দুই ব্যক্তি। তার মধ্যে একজন পড়ে গেলেন রাস্তায়। তাঁকে পা দিয়ে লাথি মারল হাতি। প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে গড়িয়ে গেলেন ওই ব্যক্তি। হাড় হিম করা এই ভিডিও এখন ঘুরছে সমাজমাধ্যমে। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
তবে জানা গিয়েছে, এই ভিডিও কেরলের বন্দিপুর অভয় অরণ্যের। গত ৩১ জানুয়ারি হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়েছিল ওই দুই ব্যক্তি। তাতেই এই পরিণতি। এই অভয় অরণ্যের মধ্যে দিয়েই চলে গিয়েছে জাতীয় সড়ক। সেই পথে যেতে গিয়ে এই ছবি তুলেছেন তথ্যপ্রযুক্তির এক কর্মী।
যিনি কর্মসূত্রে থাকেন কাতারে। পরিবারকে নিয়ে উটি বেড়াতে যাচ্ছিল। রাস্তায় তাঁর ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। হাতির হামলা থেকে বাঁচতে নিজেও গাড়ির গতি বাড়িয়েছিলেন ওই ইঞ্জিনিয়র।