'খেলার ছলে ষষ্ঠীচরণ, হাতি লোফেন যখন তখন' লিখেছিলেন সুকুমার রায়। পাকিস্তানের এক ইউটিউবারের পোস্ট করা সাম্প্রতিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে একটি মাঝারি সাইজের বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক বালক। বাঘটির গলায় চেন বাঁধা রয়েছে। বালকটি সেই চেন টেনে নিয়েই ঘুরছে বাঘের সঙ্গে! ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। নেটিজেনরা কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন ভিডিয়োটি দেখে। তাঁদের কথায়, এই বালকের হাতে বাঘটিকে ছেড়ে দেওয়ার অর্থ কী! কেউ কেউ আবার রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এই ভিডিয়োটি দেখে।
কয়েক হাজারের ওপর রিয়্যাকশন এসেছে ওই ভিডিয়োটিতে। যিনি শেয়ার করেছেন, সেই নুম্যান হাসান মাঝেমাঝেই তাঁর ব্যক্তিগত সংগ্রহের জীবজন্তুর ভিডিয়ো শেয়ার করেন। যে সংগ্রহে বাঘ ছাড়াও রয়েছে সিংহ, কুমির, সাপ ইত্যাদি।
ভিডিয়োতে দেখতে পাওয়া বালকটির পরিচয় জানা না গেলেও কারও কারও ধারণা, সে সম্পর্কে নুম্যান হাসানের ভাইপো।