সোশ্যাল মিডিয়া এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। আর বঙ্গ জীবনের নতুন অঙ্গ হল মিম (Memes)। কিছু ঘটলেই আলোর চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মিম। বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তারপর থেকে ফেসবুকজুড়ে মিম বর্ষণ।
কোনও মিমে দেখা যাচ্ছে অনুব্রতর নতুন বই বেরোচ্ছে, বই-এর নাম 'খেলা হবে'। কোনও মিমে উদ্ধৃত করা হচ্ছে রবি ঠাকুরের কবিতার বিখ্যাত লাইন, 'যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর'।
Anubrata Mondal: ব্রত-কথা! মাছ ব্যবসায়ী থেকে ঘাসফুলের দাপুটে নেতা! একনজরে অনুব্রতর হয়ে ওঠা
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ডাক নাম কেষ্ট। গরুপাচার কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করা হয়েছে, কোনও মিমে আবার গরুর ছবি, নেতার দরজার সামনে দাঁড়িয়ে থেকে ফিরে যাচ্ছে গরু।
একই রকম ঘটনা ঘটেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, তবে তা শালীনতার সীমা লঙ্ঘন করছে, এই অভিযোগ এনেও সোশ্যাল মিডিয়াতেই সোচ্চার হন অনেকেই।