সব বোর্ডেরই দশম দ্বাদশের ফলাফল প্রকাশিত, কৃতীদের নিয়ে নানা নানা খবর ঘুরছে আশেপাশে, এরই মধ্যে একটু অন্যরকম খবর। ছেলে ৩৫ % নম্বর পেয়ে কোনও রকমে পাশ করেছে। খবর শুনে রীতিমতো উদযাপন করলেন বাবা-মা।
সে এক আশ্চর্য ঘটনা, ৬ টা বিষয়েই ছেলেটি ৩৫ করে নম্বর পেয়েছে, এক ভিডিয়োতে দেখা গিয়েছে, কিশোরকে নিয়ে রীতিমতো উদযাপন করছেন তার বাবা-মা, সকলের মুখ খুশিতে উজ্জ্বল।
সম্প্রতি এক আইএএস আধিকারিক সেই ভিডিয়ো পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়েছে তা, এরকম বাবা-মা যেন সবাই পায়, নেটদুনিয়ায় সে কথাই লিখছেন অধিকাংশ মানুষ