কারোর পরনে সবুজ ঘাগরা, কারোর পরনে বেগুনি, কেউ বা গোলাপি। ফুলের মতো মেয়েরা সেজেছে বাহারি সাজে। আর ছেলেদের পরনে সাদা পাজামা, ঘিয়ে রঙের কুর্তা, ওপরে হাত কাটা জ্যাকেট। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির জনপ্রিয় 'ঘাগরা' (Ghagra) গানের তালে সবাই নাচছে ওরা। ভাবছেন এ দেশের ছবি? না সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
সারা এশিয়াতেই যে বিনোদনের আঁতুড় ঘর, বলিউড, আরও একবার প্রমাণিত হল তা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপাতত ভাইরাল।
Coffee can make you live longer: কফিপ্রেমীদের জন্য দারুণ খবর! যত বেশি চুমুক, তত বেশি আয়ু
অঞ্জন দত্ত তার গানে গানে বলেছিলেন,
কেউ জানলা খুলে এলাবামায় বাংলা গান ই গায় |
কেউ পড়ছে কোরান বোসে তার জাপানি জানলায় |
সুদূর দক্ষিণ কোরিয়ার একদল তরুণ তরুণীর এই নাচ যেন সেই কথাই মনে করিয়ে দেয়। উদযাপনের জন্য শুধু আনন্দের একটা ছুতো চাই। দেশ, কাল গণ্ডির কোনও বাধা সে মানেইনা।