বিশ্বের দ্রুততম মানুষ বোল্ট। কিন্তু হিলজুতো পরে একই ভাবে দ্রুত দৌড়ানো তাঁর বোধহয় কল্পনারও অতীত। কিন্তু এই অসাধ্য কাজটিই চোখের পলকে সারলেন এক স্প্যানিশ যুবক। হিল জুতো পরে মাত্র ১২.৮২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর নাম তুললেন তিনি। যুবকের নাম ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ।
৩৪ বছরের ক্রিশ্চিয়ান একজন ডায়বেটিক রোগী। এই অসাধ্য সাধন করতে কঠিন অধ্যাবসায় লেগেছিল। তবুও হার মানেনি। বরং রেকর্ড গড়েছেন। ২.৭৬ ইঞ্চির হিল জুতো পরে ১০০ মিটার দৌড়েছেন। আর তা করেছেন মাত্র ১২.৮২ সেকেন্ডে। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ছাড়াই, শুধুমাত্র স্টেম সেল ব্যবহারে বিজ্ঞানীরা তৈরী করেছেন ভ্রূণ
ক্রিশ্চিয়ানের এই রেকর্ড এক্কেবারে নতুন। এর আগে ২০১৯ সালে আন্দ্রে অরটলফ ১০০ মিটার দৌড়েছিলেন ১৪.০২ সেকেন্ডে। তাঁর থেকেও আরও ২ সেকেন্ড কম সময়ে দৌড় শেষ করে কার্যত নজির গড়েছেন এই যুবক।