কসমিক কাইট। একসময় দিয়েগো মারাদোনার (Deigo Maradona) নাম দিয়েছিলেন উরুগুয়ের এক সাংবাদিক। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগোর বাঁ-পায়ে শতাব্দীর সেরা গোলের পর এই নামই হয়েছিল বিশ্বজনীন। এবার এই কসমিক কাইটেই মহাকাশে যাচ্ছেন মারাদোনা। হ্য়াঁ ঠিকই, আর্জেন্টিনার সংবাদমাধ্য়মের দাবি, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে দিয়েগোর ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে।
প্রায় দেড় বছর হতে চলল তিনি নেই। কিন্তু মারাদোনা চিরন্তন। কারণ তিনি ভগবান। ফুটবলের ইশ্বর। আর্জেন্টিনার সংবাদমাধ্য়মের খবর, প্রয়াত তারকার এক জোড়া জুতো এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনা-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দিয়েগোর সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা থাকবে।
আরও পড়ুন: আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন
তাঁর মৃত্যুর পর নানাভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে গোটা বিশ্ব। কখনও মূর্তি বানিয়ে, কখনও বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে যে উপায়ে সম্মান জানানো হবে তা নিঃসন্দেহে অভিনব।