সোমবার দেখা যাবে বছরের প্রথম সুপার মুন , এই সময় চাঁদ পৃথিবীর অনেক কাছে এবং নিচে নেমে আসে। তাই খালি চোখে অপূর্ব সেই দৃশ্য দেখা যায়। গুরুপূর্ণিমার দিনে ওই চাঁদ উঠবে আকাশ জুড়ে। জুলাই মাসের এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে।
Mutton korma: রবিবার দুপুরে সাদা ভাত আর মটন কোর্মা, শিখে নিন সহজ রেসিপি
তবে এই নামের পিছনে একটি মজার কারণ আছে। আসলে এই সময়টায় পুরুষ হরিণদের শিং বেড়ে যায়। ইংরেজি নাম ‘বাক’, এর সঙ্গে মিলিয়েই জুলাইয়ের বড় চাঁদের নাম দেওয়া হয়েছে ‘বাক মুন’। চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে। সোমবারের পর মঙ্গলবারও চাঁদ থাকবে জমকালো।