রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন। পায়ের চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে শত শত মাছ। কেউ আবার আলতো করে ধাক্কা দিচ্ছে আপনার পায়ে। কেমন লাগত ব্যপারটা ভেবেছেন কখনও? না ভাবলেও এমনই এক রেস্তোরাঁর খোঁজ মিলেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ওই রেস্তোরাঁর ভিডিয়ো।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর অন্দরমহল। যেটির মেঝেকে আস্ত অ্যাকোরিয়াম বললেও কিছু ভুল বলা হবে না। কারণ অ্যাকোরিয়ামের মতোই তৈরি ওই মেঝেতে সাঁতার কাটছে রঙ-বেরঙের মাছ।
আরও পড়ুন - দিওয়ালিতে মেগা উপহার, কর্মীদের দেওয়া হল রয়্যাল এনফিল্ড
জলের মাঝেই পাতা রয়েছে চেয়ার টেবিল। সেখানে বসেই খাবার খাওয়া যাবে। সুদৃশ্য এই ক্যাফেটির নাম 'সুইট ফিশ ক্যাফে'। যা রয়েছে থাইল্যান্ডে (Thailand)। মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত ১৩ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে।