মায়ের গর্ভে বেড়ে উঠেছে দুই যমজ সন্তান। কিন্তু তাঁদের বাবা দুজন আলাদা ব্যক্তি। অর্থাৎ সন্তানেরা যমজ, মা স্বাভাবিক ভাবেই একজনই, কিন্তু বাবাও স্বাভাবিক ভাবে এক জনই হওয়ার কথা, কিন্তু এ ক্ষেত্রে হয়নি। এবং সে কারণেই এটি মিরাকল। লাখে একটা এই ঘটনা হয়।
সন্তানের বাবা কে, জানতে আগ্রহী কিশোরী মা বাবার ডিএনএ পরীক্ষা করান, জানতে পারেন বাবা কে। তারপর ব্রাজিলের ওই মহিলার মনে পড়ে যায় একই দিনে আরও এক পুরুষের সঙ্গে যৌন মিলন হয়েছিল তাঁর। এবার তাঁরও ডিএনএ পরীক্ষা হয়। এবার চিকিৎসকেরা বুঝতে পারেন, মহিলা অন্তঃসত্ত্বা, কিন্তু তাঁর গর্ভস্থ সন্তানদের বাবা দুই আলাদা পুরুষ।
বিজ্ঞান বলছে, এ অসম্ভব নয়, বিজ্ঞানের পরিভাষায় একে বলে, হেটেরোপেরেন্টাল সুপারফেকান্ডেশন। মহিলার দুই জমজ সন্তানের বয়স এখন ১৬ মাস। তবে ডঃ ফ্রাঙ্কো সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিরলতম ঘটনার কথা প্রকাশ্যে এনেছে। সারা বিশ্বেই নাকি আর ২০ টা কেস রয়েছে।