স্কুলের মেঝেতে মাদুর পেতে শুয়ে বেঘোরে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষিকা। আর তাঁকে পালা করে হাওয়া করছে খুদে পড়ুয়ারা। স্কুলের এহেন দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, আলিগড়ের গোকুলপুর এলাকার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্কুল ঘরে অনেক খুদে খুদে পড়ুয়া। কথা বলছে, হইহই করছে। অথচ ক্লাসে শিক্ষিকা একেবারে আরাম করে ঘুমোচ্ছেন। তাঁকে এসে পাখা দিয়ে হাওয়া করছে খুদেরা। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় বেজায় সমালোচনা। অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা আধিকারিক রাকেশকুমার সিংহ খতিয়ে দেখার নির্দেশ দেন।
ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। আরও একটি ভিডিয়োও এর পর পরই সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এই শিক্ষিকাই পড়ুয়াদের মারধর করছেন। এই ঘটনায় প্রশ্ন উঠছে ছাত্রদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা নিয়েও।