স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ইউজারদের জন্য দারুণ সুখবর। স্যামসাং গ্যালাক্সি ২২+ ফোনের দাম কমে গেল ফ্লিপকার্টে। রেকর্ড দাম কমল। দাম করেছে ৪৯,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের ইএমআইয়ের মাধ্যমে না কিনলে এই ফোনের দাম হবে ৪৮,৭৪৯ টাকা। শুধুমাত্র ১২৮- জিবি স্টোরেজের ফোনগুলির জন্য এই ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ভারতে যখন প্রথম লঞ্চ করা হয়েছিল এই ফোন, তখন তার দাম ছিল ৮৪,৯৯৯ টাকা। মাত্র এক বছরের মধ্যে ৩৫ হাজার টাকা অবধি কমে গেল ফোনের দাম। যদিও, ফ্লিপকার্ট বাদে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এই ফোনটির দাম এখনও ঘোরাফেরা করছে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
অন্যদিকে, গ্যালাক্সি ফোনের 'সেলফ-রিপেয়ার প্রোগ্রাম'কে অনেকটা উন্নত করে ডিআইওয়াই ডিভাইস ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এই মোবাইল সংস্থা। ২০২২ সালে আমেরিকায় এই বিশেষ প্রোগ্রামটি লঞ্চ হওয়ার পর 'রাইট টু রিপেয়ার' প্রকল্পটি বিশ্বের বহু দেশে ঘোষণা করল স্যামসাং। এই দেশগুলির মধ্যে রয়েছে গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন এবং সুইডেন।
এই বিশেষ ডিভাইসটি স্যামসাং-এর কয়েকটি ফোনে পাওয়া যাবে। যে ফোনগুলি হল-
গ্যালাক্সি এস২০+আলট্রা
গ্যালাক্সি এস২১+ আলট্রা
গ্যালাক্সি এস২২+ আলট্রা
গ্যালাক্সি বুক প্রো ৩৬০ (১৫.৬ ইঞ্চির মডেলগুলি)
এই ডিভাইসগুলি এএসডব্লিইও-র মতো পার্টনারদের মাধ্যমে গ্রেট ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশে সরবরাহ করা হবে। যদিও, ঠিক কত মূল্য ধার্য করা হয়েছে তা এখনও জানানো হয়নি স্যামসাং-এর পক্ষ থেকে।