জলমগ্ন এলাকা। স্ট্রেচার ঠেলে সেই জলের উপর দিয়ে যাচ্ছেন দুই যুবক। আর স্ট্রেচারের উপর পা ছড়িয়ে বসে রয়েছেন এক ভদ্রলোক। নাক আবার রুমাল দিয়ে চাপা। কে তিনি ?
জানা গিয়েছে, এই ভদ্রলোকের নাম রাজেশ কুমার। তিনি উত্তরপ্রদেশের শাহজাহানপুর মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল। তাঁরই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। কিন্তু কেন স্ট্রেচারে চেপে জল পারাপার করছিলেন তিনি ?
তার উত্তরে রাজেশ কুমার জানিয়েছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে হাসপাতালে জল ঢুকেছে। আটকে রয়েছেন প্রায় ৩০০ রোগী। তাঁদের জন্যই বাইরে বেরিয়েছিলেন তিনি। ডাকতে গিয়েছিলেন বাস ও গাড়ি। কিন্তু নেটিজেনদের প্রশ্ন, এরজন্য তিনি স্ট্রেচারে উঠেছিলেন কেন ?
হাসপাতাল সুপারের দাবি, তাঁর পায়ে আঘাত রয়েছে। আর এমনিতেই তিনি ডায়াবেটিসের রোগী। তাই বেশি টেনশন নিতে পারেন না। সেই কারণে, কর্মীদের কাছে তিনি অনুরোধ করেছিলেন, যদি তাঁকে একটি স্ট্রেচারে বসিয়ে যেন বাইরে নিয়ে যাওয়া হয়।
তবে ভাইরাল হওয়া ভিডিও-র সমালোচনা করেছেন রাজেশ কুমার। তিনি জানিয়েছে, আসল ঘটনা জানার পরেই এই ব্যাপারে খবর সম্প্রচার করা প্রয়োজন ছিল। যদিও, এই ভাইরাল ভিডিও-র জেরে শাহজাহানপুরের হাসপাতালের এই সুপারকে সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক।