বছর শেষে অদ্ভুত বিরল দৃশ্য দেখল গোটা পৃথিবী। বিশ্ববাসী দেখল কমলা রঙের চাঁদ। চাঁদ এবং পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখনই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ৷ এইসময় পৃথিবীর ছায়া পড়ে চাঁদের গায়ে৷ ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ৬ টা বেজে ১৯ মিনিটে শেষ হয়েছে চন্দ্রগ্রহণ৷ আবার এই দৃশ্য দেখতে অপেক্ষা করতে হবে ২ বছর চার মাস। অর্থাৎ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালের মার্চ মাসে৷
তিলোত্তমাবাসীও এদিন সাক্ষী থেকেছে পূর্ণ চন্দ্রগ্রহণের। শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, পটনাতে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। আংশিক গ্রহণ দেখা গিয়েছে মুম্বই, হায়দরাবাদ, দিল্লি, চেন্নাইতে। বিকেল ৪ টে ৫২ মিনিটে কলকাতার আকাশে চন্দ্রোদয় হয়, ২০ মিনিট দেখা গিয়েছে পূর্ণগ্রাস। সারা পৃথিবীর বিভিন্ন দেশের আলোকচিত্রগ্রাহকরা এই বিরল মুহূর্তের ছবি ধরে রেখেছেন ক্যামেরায়।
শুধু এই বছরের নয়, আগামী তিন বছরের জন্য এটিই হতে চলেছে শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse)। প্রসঙ্গত উল্লেখ্য, দিন ১৫ আগেই বছরের শেষ সূর্যগ্রহণ হয়েছে। কলকাতা থেকে প্রায় ১১ মিনিট দেখা গিয়েছে তাও।