একেই যেন বলে মশা মারতে কামান দাগা। এটিএম মেশিন তুলে নিয়ে যেতে একেবারে খননযন্ত্র নিয়ে হাজির চোরেরা। অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে এক চোরকে এটিএম বুথে প্রবেশ করতে দেখা যায় এবং সে দরজাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
এরপর এটিএম মেশিন থেকে টাকা বের করার উদগ্র বাসনায় খননযন্ত্র দিয়ে মেশিনটিকে ভেঙে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেটিকে মাটি থেকে উপড়ে নিয়ে বাইরে বের করা হয়। চোরেদের এইসব কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর তা ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে।
আরও পড়ুন- Arun Lal Marriage: গায়ে হলুদে মাতলেন বাংলার জামাই অরুণ লাল, ধরা দিলেন বাঙালি সাজে