বাড়ির পোষ্য বলে কথা, পরিবারের সকলের আদুরে হবে, সেই তো স্বাভাবিক। তবে কুকুরের দেখভালের জন্য মাসিক ১ কোটি টাকা খরচ করতে পারার ঘটনা নিঃসন্দেহে খুবই বিরল। সম্প্রতি ব্রিটেনের এক পরিবার তাঁদের একরত্তি কুকুরটির জন্য এক ন্যানি চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেখানেই উল্লেখ রয়েছে ন্যানির বেতনের। বেতনের পরিমাণ ১ কোটি ৪ লক্ষ টাকা।
ন্যানির কাজ কুকুরটির 'প্লে ডেট' ঠিক করা, দেখভাল করা, খাবার দাবারের দিকে নজর রাখা। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নির্দিষ্ট করা। এখনও পর্যন্ত ৪০০ জন এই ন্যানির পদের জন্য আবেদন করেছেন।
সেন্ট্রাল লন্ডনের এই পরিবার তাদের পোষ্যর জন্য ব্যক্তিগত বিমানও রেখেছে ।