First Twitter User: রণবীর সহ সেলেবদের ফটোগ্রাফার নয়না রেধু, ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী

Updated : Nov 15, 2022 17:14
|
Editorji News Desk

এই মুহুর্তে টুইটারের রমরমা ব্যাপক। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ টুইটারেই তাদের মতামত প্রকাশ করে থাকেন। কিন্তু দেশে সর্ব প্রথম এই টুইটার কে ব্যবহার করেছিলেন জানেন? তিনি নয়না রেধু। বিখ্যাত এই চিত্রগ্রাহক রণবীর সিংহ থেকে তাবড় তাবড়   সব সেলেবদের বিজ্ঞাপনী শ্যুট করেছেন। 

গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে টুইটার। সম্প্রতি মাইক্রো মেসেজিং অ্যাপ টুইটার (Twitter) কিনেছেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক।টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ হচ্ছে ৪,৪০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লক্ষ টাকা। কিন্তু এবার ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী হিসেবে এবার শিরোনামে নয়না রেধু। 

তিনি এখনও পর্যন্ত তাঁর টুইটার হ্যান্ডল থেকে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টুইট করেছেন। প্রথম থেকে আজ অবধি টুইটারের বিবর্তন নিয়েও কথা বলেছেন নয়না। তাঁর কথায়, ২০০৬ সালে বাজারে একমাত্র নামী ব্লগিং সাইট বলতে ছিল অর্কুট। তখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি টুইটার৷ টুইটারের তরফে ইমেলের মাধ্যমে একটি আমন্ত্রণ পেয়েছিলেন নয়না। তখন এটির নাম ছিল ‘টুটার’ (TWTTR)। আমন্ত্রণ গ্রহণ করতেই তিনি হয়ে উঠেছিলেন ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী। 

তবে মজার ব্যপার প্রথমে নয়না নিজেও জানতেন না, যে তিনিই ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী। তিনি তাই হাসির ছলেই জানান, "এতে আমার কোনও কৃতিত্ব ছিল না। এটি সম্পূর্ণ কাকতালীয়। ভারতের টুইটার ব্যবহারকারী হতে আমাকে কোনও কঠিন পরিশ্রমও করতে হয়নি৷ আমি জানতামও না যে, আমি ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী। আমেরিকার তরফে প্রথম ১৪০ জন টুইটার ব্যবহারকারী সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেই তালিকায় আমার নাম ছিল।’’

Twitter Accountindia first twitter userm naina redhuTwittertwitter users

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?

editorji | ট্রেন্ডিং

No Shave November : ক্যানসার আক্রান্ত পিতার স্মৃতিতে নতুন ট্রেন্ড শুরু করলেন পুত্র-কন্যারা, জানুন ইতিহাস