জঙ্গল বা অভয়ারণ্যে বাঘ দেখা আশ্চর্যের কিছু নয়। চিড়িয়াখানাতেও বাঘ দেখে চমকে যাওয়ার কিছু নেই আপাতভাবে। কিন্তু, সেই ব্যাঘ্র বাবাজীবন যদি সব ছেড়ে গলফ কোর্সে ঘোরাফেরা করতে আরম্ভ করতে আরম্ভ করেন, তাহলে? ঠিক এমন একটি ঘটনাই ঘটেছে তামিলনাড়ুর উটিতে। জনৈক রেল আধিকারিক অনন্ত রূপানাগুড়ি তাঁর টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গলফ কোর্সের ধারে একটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে বাঘ। এদিক ওদিক তাকিয়ে দু'পায়ে ভর দিয়ে যেভাবে বসেছে সে, যেন এর থেকে শান্তি ও আরামের ঘর আর কখনও খুঁজে পায়নি সে!
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই সাড়া পড়ে যায়! তবে, বাঘটি কেন ওখানে এলো তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই! যদিও, জল্পনা চলছে ভালমতোই। কারও মতে, কোনও একটি গরুকে মেরে সেটিকে খেয়ে নিশ্চিন্তে বিশ্রাম করছে বাঘটি। গরুটিকে ভিডিয়োতে দেখতেও পেয়েছেন কেউ কেউ।
যদিও, গলফ কোর্সে বাঘ ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তা কর্মীদের গাফিলতির প্রসঙ্গটিও তুলে ধরেন কোনও কোনও নেটিজেন।