অতিমারী, লকডাউনের কারণে স্ত্রী-এর থেকে আলাদা থাকতে হয়েছে দু'বছর। শুধু তাঁকে দেখতেই স্বামী থাইল্যান্ড থেকে একটা ডিঙি নৌকো নিয়ে বেরিয়ে পড়েছিলেন। গন্তব্য মুম্বই। মাঝ সমুদ্র থেকে যুবককে উদ্ধার করেছে থাইল্যান্ডের নৌ বাহিনী।
ভিয়েতনামের বাসিন্দা হো হুয়াং হুং -এর স্বপ্ন ছিল ২০০০ কিলোমিটার পথ পাড়ি দেবে ডিঙিতেই। মার্চের ৫ তারিখ যাত্রা শুরু করেছিলেন তিনি। সঙ্গে এক বালতি জল আর ইন্সট্যান্ট নুডলস। প্রথম কয়েকজন জেলে হুয়াং কে মাঝ সমুদ্রে দেখতে পেয়ে নৌ বাহিনীতে খবর দেন। ১৮ দিন পর, ২৩ মার্চ ওই যুবককে উদ্ধার করা হয়েছে।
থাইল্যান্ড থেকে ব্যাংকক পর্যন্ত বিমানে গিয়েছিলেন ওই ৩৭ বছরের যুবক। কিন্তু ভিসা না থাকায় সেখান থেকে ভারতে আসা সম্ভব ছিল না। তাই, ফুকেত পর্যন্ত বাসে গিয়ে সেখানেই একটা ডিঙি কিনে ফেলেন হুয়াং।
কেউ বলবেন, ঠিক যেন সিনেমার গল্প! আসলে সিনেমা তো বাস্তবেরই প্রতিফলন।