ধস। তবে এবার শেয়ার বাজারে নয় বরং ফেসবুকে। বলিউড, টলিউডের তারকা থেকে আম-আদমি সকলেরই ফেসবুক ফলোয়ার্স কমছে হুহু করে। আর যেন কোনও ফারাক থাকছে না তারকা আর সাধারণের মধ্যে। তারকাদের লাখ লাখ ফলোয়ার্স চোখের নিমেষে কমে দাঁড়িয়েছে ১০ হাজারেরও নীচে। শুধু তারকারাই নন এই ধসের কবলে পড়েছেন স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। খোদ জুকারবার্গের ফলোয়ার্স সংখ্যা ১০ কোটি থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৯ হাজারে।
তারকাদের তো কার্যত মাথায় হাত। ঘটনায় নড়েচড়ে বসেছে বলি তারকারাও। মিঠাই রানি সৌমিতৃষা, উচ্ছে বাবু আদৃত রায়, দিতিপ্রিয়া রায়ের মতো তাবড় তাবড় সেলেবদের রাতারাতি ফেসবুকের ধসে ফলোয়ার্স সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ১০ হাজারে। কেউ কেউ আবার এই বিষয় নিয়ে বেশ ব্যঙ্গও করেছেন।
তারকা, বা ফেসবুক ইনফ্লুয়েন্সারদের কাছে ফেসবুক ফলোয়ারর্স ‘মা লক্ষ্মী’র মতো, যত বেশি ফলোয়ার্স তত বেশি বিজ্ঞাপন। কিন্তু এমন চলতে থাকলে যে তাদের বেশ অসুবিধায় পড়তে হবে তা বলাই বাহুল্য। যদিও, এখনও পর্যন্ত ফেসবুকের তরফে কোনওরকম বিবৃতি প্রকাশ করা হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, ফেসবুকে ফেক বা পেইড ফলোয়ার্স কমাতেই এই অভিযান শুরু করা হয়েছে।