মাত্র কয়েক মিনিট। আর তার মধ্যেই গোটা একটা স্টেশনকে গ্রাস করে ফেলল কাদাজলের স্রোত। অসমের(Assam) হাফলঙের এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন নেটিজনরা। গোটা হাফলং স্টেশনকে(Haflong) মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে গেল ভয়াল জলস্রোত। তার মধ্যেই গাছ, কাঠ, ধ্বংসস্তূপ ঠেলে নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকা একটি গোটা ট্রেনের উপর আছড়ে পড়ল সেই জল।
ভাইরাল ভিডিয়োতে(Assam Flood Viral Video) দেখা যাচ্ছে, খেলনার মতো একের পর এক বগি উল্টে দিচ্ছে সেই জলের স্রোত। আর এই ছবিই বলে দিচ্ছে কতটা ভয়াবহ হয়ে উঠেছে অসমের বন্যা পরিস্থিতি(Assam Flood)। বন্যা কবলিত বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি এবং হোজাই-সহ ২০টি জেলা। সর্বত্রই ছবিটা ঠিক এরকমই। এই জেলাগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হোজাই এবং কাছাড় জেলার।
ইতিমধ্যেই, হোজাইয়ে বন্যার(Flood scenario in Assam) কবলে পড়েছেন প্রায় ৭৯ হাজার মানুষ। অন্য দিকে, কাছাড়ে বন্যাকবলিত প্রায় ৫২ হাজার। প্রায় ১৭ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। মোট ৬৫২টি গ্রামের দু’লক্ষাধিক মানুষ বন্যার কবলে।