নতুন একটি ফিচার আনতে চলেছে টুইটার। এবার থেকে একটি টুইটে কতগুলো ভিউ হয়েছে বা কতবার সেই টুইটটি দেখেছেন ইউজাররা, তা দেখা যাবে প্রকাশ্যেই। প্রতিযোগীদের সঙ্গে লড়াইতে নিজেদের জায়গা আরও পাকা করার লক্ষ্যেই টুইটারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টুইটারের মালিক ইলন মাস্ক তাঁর একটি নতুন টুইটের মাধ্যমেএই নতুন ফিচারের কথা জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তিনি জানান, এর ফলে টুইটার যে কতটা প্রাণবন্ত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তা পরিষ্কারভাবে বোঝা যাবে।
তিনি আরও জানান, টুইটারের ৯০ শতাংশ ইউজাররাই টুইট পরেন। কিন্তু, কোনও টুইট করেন না। রিপ্লাই দেন না। লাইকও করেন না।
উল্লেখ্য, টুইটারের নিয়ম অনুযায়ী, একটি টুইট আপনি যেখানেই যেভাবেই দেখুন না কেন, সেটাও 'ভিউ' হিসেবে গণনা করা হবে। আপনি সংশ্লিষ্ট টুইটটির মালিককে 'ফলো' করেন কি না, তাও বিচার্য নয় এক্ষেত্রে।
শুধু তাই নয়। একই টুইট একবার ল্যাপটপ বা ডেস্কটপ এবং আরও একবার ফোন থেকে দেখলে তা ২টো ভিউজ বলে গণ্য করা হয়!