শনিবার এক রুশ সেনাকপ্টারকে(Russian Helicopter) ধরাশায়ী করে ইউক্রেনের(Ukraine) সামরিক বাহিনী। ইউক্রেনীয় সেনার(Ukrainian Soldiers) পক্ষ থেকে রোমহর্ষক এই ভিডিওটি সামনে আনা হয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওটিতে দেখা যায়, মাটি থেকে ছোঁড়া একটি মিসাইলের(Missile) আঘাতে মাঝ আকাশে ধ্বংস হয়ে যায় রুশ কপ্টার(Russian Helicopter)। সঙ্গে সঙ্গে সেটি আগুনের গোলায় পরিণত হয়ে আছড়ে পড়ে মাটিতে।
তবে এই ভিডিওটির সত্যতা যাচাইয়ের কোনও উপায় নেই সংবাদমাধ্যমের কাছে।