শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিয়ের মরসুম। একাধিক বিয়ের ছবিতে ভাসছে সোশ্যাল মিডিয়া। তবে উত্তর প্রদেশের আলিগড়ে ৭ মাসের কুকুর জেলি বিয়ে সারল টমির সঙ্গে। ঢোল-বাদ্যি বাজিয়ে, মালা বদল করে ভারতীয় হিন্দু রীতিতেই বিয়ে হয়েছে ‘সারমেয় দম্পতির’ ।
লিলি টমির বিয়ের জাকঁজমকে কোনও খামতি রাখেননি টমির মনিব দীনেশ চৌধুরী। গত ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিনেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাও। সাতপাক ঘুরে বিয়ে হয় তাদের। লিলি টমির বিয়ে উপলক্ষে নিমন্ত্রিত ছিল গ্রামের অন্যান্য কুকুররাও। অতিথি কুকুরদের পরিবেশন করা হয়েছিল দেশি ঘি-য়ে তৈরি খাবার। ‘নব দম্পতির’ ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।