বন্দে ভারত এক্সপ্রেসের শৌচাগারের ভিতর বিড়ি খেতে গিয়েই বিপত্তি! তৈরি হল আগুন লাগার আতঙ্ক। বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat express) অন্ধ্রপ্রদেশের তিরুপতি (Tirupati) থেকে সেকেনদরাবাদ (Secunderabad) রুটের ঘটনা। বৈধ টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন এক যাত্রী।
ট্রেনটি গুডুর অতিক্রম করার পরই বন্দে ভারতের শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করে ধরিয়েছিলেন বিড়ি। বন্দে ভারতের (Vande Bharat express) নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক। এই ট্রেনে (Indian railways) স্বয়ংক্রিয় অগ্নি-নির্বাপক ব্য়বস্থা রয়েছে। বিড়ি ধরাতেই সেই ব্যবস্থা চালু হয়ে যায়। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম (Fire alarm)। বগির মধ্য দিয়ে অ্যারোসল স্প্রে হওয়া শুরু হয়। এর ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বগিতে। বন্দে ভারতের বগিতে থাকা জরুরি ফোন থেকে যাত্রীরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন।
মানুবুলু স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনে আগুন ধরে গিয়েছে ভেবে, রেলওয়ে পুলিশের কর্মীরা অগ্নি-নির্বাপক যন্ত্র নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। শৌচাগারের জানালার ফলক ভেঙে ফেলা হয়। ভিতরে দেখা যায় ওই বিড়ি হাতে টিকিটহীন যাত্রী! নেলোরে তাকে আটক করা হয় এবং ট্রেনটি ফের সেকেন্দ্রাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।