বোলপুর। নাম শুনলেই এখনও বাঙালির প্রথমেই মনে আসে রবীন্দ্রনাথের প্রাণের শহর। কিন্তু সম্প্রতি, বোলপুর আলোচনায় সম্পূর্ণ অন্য কারণে। বলা ভাল, বোলপুর রেল স্টেশনের এনকোয়ারি কাউন্টার। ভরা ব্যস্ততার মাঝে এনকোয়ারি কাউন্টারে যাকে বসে থাকতে দেখা গিয়েছে, তাকে নিয়েই খবর। কে সে? মানুষ নয়, তবে মানুষের পূর্বপুরুষ বলা যায়। রেলের এনকোয়ারি কাউন্টারে বসে একমনে কাজ করছে এক হনুমান (Monkey at Bolpur Station)। দেখে তো সবাই হাঁ!
Unusual Story: গভীর জঙ্গলে দুই পোষ্যকে নিয়ে নিখোঁজ ২ বছরের একরত্তি! তারপর কী হল?
সরকারি দফতরের কাজের টেবিল যে রকম হয়, সামনে ডেস্কটপ, পাশে একগুচ্ছ ফাইলপত্তর, তারই মাঝে একমনে খুব ব্যস্ততায় কী সব টাইপ করে যাচ্ছে এক হনুমান। কখনও এক হাতে, ব্যস্ততা বাড়লে দু'হাতেও। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।