আপনি যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে চিমস-কে চিনবেন না তা হতেই পারে না। চিমস ওরফে বলটন গত কয়েকবছর ধরেই সোশ্যাল মিডিয়ার মিম আইকন। এই মিষ্টি কুকুরটির হাসি থেকে চোখ পিটপিট, সবই নেটিজেনদের বেজায় পছন্দের। কিন্তু গত শুক্রবার, সকলের প্রিয় চিমস চলে গিয়েছে না ফেরার দেশে।
বছর খানেক আগে ইন্টারনেটে শিবা ইনু প্রজাতির কুকুর চিমস জনপ্রিয় হয়ে উঠেছিল। চিমসের হাসির টেমপ্লেট মাঝে মধ্যেই বিরাট ভাইরাল হত সোশ্যাল মিডিয়ায় ,ক্যানসারে ভুগছিল ওই কুকুরটি। ১২ বছর বয়সে মৃত্যু হয় চিমসের। থোরাসেন্টেসিস অস্ত্রোপচারের সময় চিমসের মৃত্যু হয় গত শুক্রবার।