প্রায় টানা ৫৫ দিন ছিটেফোঁটা বৃষ্টিও হয়নি কলকাতায়। দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ (Heat Wave)। তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও আবার ৪০ ছুঁইছুঁই। চূড়ান্ত অস্বস্তি, ঘাম নিয়ে নাজেহাল রাজ্যবাসী। আর এই পরিস্থিতির মাঝেই নেটদুনিয়ায় রাতদিন ভাইরাল হচ্ছে গুচ্ছের মিম। মিমের বিষয় একটাই, বঙ্গের বৈশাখী দাপট।
কোনও মিমে (viral memes) এই কাঠ ফাটা রোদ হয়েছে 'দুয়ারে সামার', কোথাও সূর্যের বউয়ের কাছে প্রার্থনা, স্বামীকে ঠাণ্ডা করার। কোথাও বেসিনের ছবি পোস্ট করে দেখানো হচ্ছে, কল খুললে জল নয়, আগুন বেরোচ্ছে। একটি ভাইরাল হওয়া মিম-এর বক্তব্য, রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস না মেলায় নাকি আবহাওয়া দফতরের কর্মী গ্রেফতার।
রাতারাতি জনপ্রিয় হচ্ছে একের পর এক হাতে 'গরম' মিম। দেদার শেয়ার ফরোয়ার্ড হচ্ছে সে সব। এ সব থেকে একটা কথা কিন্তু স্পষ্ট, চরম দুঃসময়েও বাঙালির রসবোধ কমেনা এতটুকুও।