ইংরেজি বলে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেলেন দিল্লির এক রিকশাচালক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিদেশি পর্যটকদের সঙ্গে অতি স্বচ্ছন্দে ইংরেজিতে কথা বলছেন ওই রিকশাচালক। ঐতিহাসিক জামা মসজিদ ও তৎসংলগ্ন অঞ্চলে গিয়ে পুরনো দিল্লির একাধিক বিখ্যাত স্থানের গুরুত্ব আন্তরিকভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি বিদেশি পর্যটকদের, এই ভিডিয়ো সামনে আসার পরই তা লহমায় নজর কেড়ে নেয় নেটিজেনদের।
শুধু তাই নয়। স্বচ্ছ ইংরেজিতে ওই বিদেশি পর্যটকদের মশলার বাজারে নিয়ে যাওয়ার কথা বলতেও শোনা যায় সংশ্লিষ্ট রিকশাচালককে। 'লেট'স গো' এই ছিল তাঁর বলা শেষ কথা।
ইংল্যান্ড থেকে ভারতে ঘুরতে এসেছেন ওই পর্যটকরা। ভাইরাল ভিডিয়োর প্রতিক্রিয়ায় তাঁদের নিয়ে মজার মন্তব্য করেন নেটিজেনরা।