মেজাজটাই আসল রাজা। আমেদাবাদে তিনি শতরানে ফিরেছেন। তারপরেই নাচে মজে বিরাট। সম্প্রতি নেট মাধ্যমে কোহলির একটি নাচের ছবি সামনে এসেছে। আর তা প্রকাশ পেতেই ভাইরাল। জানা গিয়েছে খুব সম্প্রতি নরওয়ের নাচের ট্রুপ কুইক স্টাইলের সঙ্গে দেখা হয়েছিল বিরাটের। সেই সময় এই ভিডিও শুট করা হয়।
প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটে শতরান এসেছে। আমেদাবাদ টেস্টের পরেই বিরাট জানিয়েছেন, আবার নতুন করে নিজেকে ফিরে পাচ্ছেন। কারণ মাঝে কয়েকটা বছর বেশ চাপেই কাটিয়েছেন তিনি। কোনও ফরম্যাটেই রান পাচ্ছিলেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ তাঁর জীবনের টার্নিং পয়েন্ট বলেও দাবি করেছেন কোহলি।
আমেদাবাদের শতরানকে স্পেশাল বলে দাবি করে, পরিবার এবং ভারতীয় দলকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। সামনে দীর্ঘ ক্রিকেট। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। তারপর আইপিএল। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারপর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ। তাই এখন থেকেই নিজেকে মানসিক ভাবে তৈরি করছেন কিং কোহলি।