হালফিলের ব্যস্ত জীবনে, আজকাল একটু অবসর মানেই ফোন নিয়ে খুটখুট। আর সেসময়ই বিশ্বের নানা প্রান্তের , নানা ঘটনা জানা যায় , দেখা যায়। এই যেমন সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Cristiano Ronaldo : রিয়াধ ডার্বিতে গ্যালারিতে কাকে দেখে চুমু ছুড়লেন রোনাল্ডো ?
ভিডিওতে দেখা যায়, অসমের একটি গ্রামে এসেছিলেন ভলিবল তারকা গিবা। সেখানে একটি মেয়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় গিবাকে। তারকাকেও উল্টে প্রণাম করে এক দল খুদে। ভারতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক অভিজিৎ ভট্টাচার্য, তৃণমূল স্তরের খেলোয়াড়দের উৎসাহ দিতে গিবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজ্যে এই খেলা ছড়িয়ে দিতে কাজ করছেন অভিজিৎ।