মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান (Viral video)। তার মধ্যেই আট বছরের বালক সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল দু'বার! অভাবনীয় ঘটনাটি ঘটেছে কেরালায় (Kerala)।
১৫ সেকেন্ডের ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটিতে (Viral video) দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলাচল করছে যানবাহন। তার মাঝেই একটি সাইকেল চালিয়ে রাস্তা পেরোতে গিয়ে প্রবল জোরে ধেয়ে আসা এক বাইকে ধাক্কা খেয়ে শূন্যে উড়ে গিয়ে ঠিক উল্টোদিকে পড়ে ছেলেটি।
আরও পড়ুন: বিয়ের আনন্দ বদলে গেল মৃত্যুর হাহাকারে, অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত ৭
ওই বাইকের পিছনেই ধেয়ে আসছিল আরও একটি দ্রুতগতির বাস। বাইকের সঙ্গে সংঘর্ষের পরেই চোখের পলক ফেলার আগেই বাসটি চাপা দিয়ে দেয় সাইকেলকে। কিন্তু, ছেলেটি উল্টোদিকে ছিটকে পড়ায় বেঁচে যায় অবিশ্বাস্যভাবে!
জানা গিয়েছে, নতুন কেনা সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ব্যস্ত রাস্তায় চলে গিয়েছিল ওই বালক।