চন্দ্রযান-৩ -এর উৎক্ষেপণের পর দশদিন পেরিয়ে গিয়েছে৷ ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত চন্দ্রযান নির্বিঘ্নে পথ চলছে৷ ৭১৩৫১ কিমি x ২৩৩ কিমি কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান-৩। এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অধীনেই রয়েছে সেটি।
পৃথিবীর মাধ্যাকর্ষণের টান কাটিয়ে বেরনোর জন্য চন্দ্রযানের মোট পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিল ইসরো। তার মধ্যে চারটি ধাপই সফল ভাবে সম্পন্ন করেছে চন্দ্রযান। মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে পঞ্চম বারের জন্য কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান। তারপরেই সে পেরিয়ে যাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ। পৃথিবী থেকে চাঁদে পরিবহণকারী কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। তার পরেই চাঁদের মাধ্যাকর্ষণ বল চন্দ্রযানকে টেনে নেবে।
ISRO mission in Sun: চন্দ্রযান ৩ এর পর ইসরো-র 'মিশন সূ্র্য', আদিত্য এল ওয়ানের জন্য খরচ কত জানেন?
আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে পৌঁছনোর কথা চন্দ্রযানের। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে মহাকাশযান অবতরণ করাবে ভারত।