দেড় মাস ধরে রোদে পুড়ে, জলে ভিজে চলছে রাহুল গান্ধীদের ভারত জোড়ো যাত্রা। কাঠ ফাটা রোদে ত্বক পুড়ছে না? সহযাত্রীদের একজনই প্রশ্ন ছুঁড়লেন রাহুলের দিকে। টি শার্টের হাতা সামান্য তুলতেই দেখা গেল আসল চামড়ার রঙের সঙ্গে কতটা ফারাক। মজার ছলে বললেন, "মা সানস্ক্রিন দিয়েছে, আমি ব্যবহার করি না'...অমনি বাকিদের মধ্যে উঠল হাসির রোল।
অনেকেই মনে করছেন শাসক দলকে খোঁচা দিয়েই মায়ের প্রসঙ্গ এনেছেন রাহুল। 'মায়ের আদুরে ছেলে' অর্থে রাহুলকে একাধিক বার 'পাপ্পু' বলে ডাকতে শোনা গিয়েছে মোদী-শাহকে। হালকা মেজাজে তারই জবাব দিলেন কংগ্রেস নেতা?
গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। তামিলনাড়ু, কেরালা, কর্নাটক হয়ে এ বার তাঁরা ঢুকছেন অন্ধ্রপ্রদেশে। পায়ে হেঁটে গোটা দেশ ঘুরছেন ওরা। তার ফাঁকে ফাঁকে চলছে আড্ডাও।