প্রায় প্রতি মাসেই নিজেদের বিভিন্ন ফিচার বদলানো এবং নতুন ফিচারের আমদানি করাকে একরকম রুটিন করে ফেলেছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড এবং আইফোনের ইউজারদের জন্য নতুন কয়েকটি সিকিউরিটি ফিচার নিয়ে এলো সংস্থা। এদের মধ্যে একটি নতুন ফিচারের নাম 'অ্যাকাউন্ট প্রোটেক্ট'। নামেই স্পষ্ট যে, ইউজারদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের আগের ডিভাইস থেকে নতুন ডিভাইসে গিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করলে একটি নোটিফিকেশন আসবে। যা দেখে ইউজাররা নিশ্চিত হয়ে যাবেন যে, তাদের হোয়াটসঅ্যাপ অ্য়াকাউন্ট অন্য কোনও ডিভাইসে খোলা হয়েছিল কি না।
'ডিভাইস ভেরিফিকেশন' নামের আরও একটি ফিচার এসেছে। যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং ম্যালওয়্যারকে ব্লক করে দেবে।
তৃতীয় ফিচারটির নাম 'অটোমেটিক সিকিউরিটি কোডস'। এর মাধ্যমে ইউজাররা যাঁকে হোয়াটসঅ্যাপ করছেন, তাঁর পরিচয় সম্বন্ধে নিশ্চিত করা হবে।