ফের নতুন ইমোজি আনতে চলেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)।WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ আপডেটটির পর অ্যান্ড্রয়েড ইউজাররা (Android users) মেসেজেই রিয়্যাকশন দিতে পারবেন। যেভাবে এতদিন টেলিগ্রাম (Telegram) বা স্ল্যাকে (Slack) রিয়্যাকশন দেওয়া যেত।
জানা গিয়েছে, নতুন আপডেটের (WhatsApp new update) পর লাইক, লাভ, হাসি, অবাক হওয়া, দুঃখ এবং ধন্যবাদজ্ঞাপন সংক্রান্ত বিভিন্ন 'কুল' ইমোজি (New emoji reaction) দেওয়া যাবে মেসেজে।
আরও পড়ুন: ৩১ মার্চের পর থাকছে না কোনও কোভিড বিধি, থাকছে মাস্ক- সোশ্যাল ডিসট্যান্সিং
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইতিমধ্যেই ইমোজি রিয়্যাকশনের আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। বিটা ভার্শনের (Beta version) কিছু বাছাই ইউজারদের জন্যই আপাতত এই ইমোজি রিয়্যাকশন চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েডের বিটা ভার্শন 2.22.8.3-তে এই নতুন আপডেট দেখতে পাওয়া যাবে।
WABetaInfo টুইট (Tweet) করে জানিয়েছে, এই বিশেষ ইমোজি রিয়্যাকশন কেবলমাত্র অ্যান্ড্রয়েডেই (Android) নয়, ডেস্কটপ (Desktop) এবং iOS ভার্শনেও পাওয়া যাবে।