এবার থেকে আর মেসেজ পাঠানোর জন্য বা মেসেজ রিসিভ করার জন্য নিজের স্মার্টফোনকে উইন্ডোজের সঙ্গে কানেক্ট করে রাখতে হবে না। এর আগে এতদিন ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ করতে গেলে তাকে স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করাতে হত কিউআর কোডের মাধ্যমে। তারপরেই হোয়াটসঅ্যাপ পুরোপুরিভাবে কানেক্ট করা যেত। হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে উইন্ডোজেই খোলা যাবে এই অ্যাপ।
নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচারটির ইউআই অনেক বেশি স্বচ্ছ আগেরটির থেকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, মোবাইল আর ডেস্কটপের মেসেজগুলিকে কানেক্ট করার জন্য ফোনকে অনলাইন রাখারও দরকার নেই সবসময়। একবার কানেক্ট হয়ে গেলে এমনিতেই মেসেজগুলি ডেস্কটপ বা ল্যাপটপের হোয়াটসঅ্য়াপে আসতে থাকবে।
শুধু উইন্ডোজ ল্যাপটপ বা ডেসক্টপই নয়। ম্যাকের অপারেটিং সিস্টেমের জন্যও এমন একটি ব্যবস্থা শীঘ্রই আনতে চলেছে হেয়াটসঅ্যাপ।