আপনি হোয়াটসঅ্য়াপে অনলাইন (Whatsapp new feature) রয়েছেন, অথচ, কাউকে জানাতে চাইছেন না? এই সুবিধা এবার শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্য়াপে।
আত্মীয়-বন্ধু থেকে অফিসের কাজ, আজকাল যোগাযোগের প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্য়াপ (WhatsApp)। আর এই কারণেই বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপের শিরোপা দীর্ঘদিন নিজের কাছেই রেখেছে এই মার্কিন সংস্থাটি। গ্রাহক ধরে রাখতে, সুরক্ষা আঁটোসাঁটো করতে ও নিজেদের প্রসার আরও বাড়াতে একগুচ্ছ নতুন ফিচার (Whatsapp new feature) আনার কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। তার মধ্যে একটি হল- অনলাইন স্টেটাস হাইড (Online status hide)।
আরও পড়ুন: রাখীর দিন গ্রেফতার বীরভূমের বাহুবলি নেতা, অনুব্রতের বাড়ির সামনে ভিড় অনুরাগীদের
নতুন ফিচারে (Whatsapp new feature) আপনি না চাইলে কখন এই মেসেজিং প্ল্যাটফর্মে অনলাইন রয়েছেন তা কেন জানতে পারবেন না। অনলাইন স্ট্যাটাস হাইড করা যাবে। চাইলে নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য গোপনীয়তা ফিচার এনাবেল করা যাবে।