একাধিক নতুন ফিচারের কথা আগেই ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন ২.২২.২০.৯ আপগ্রেডের পর অনলাইনের স্টেটাস সংক্রান্ত প্রাইভেসির ব্যাপারেও নতুন সিদ্ধান্ত নিতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে যে বিটা ভার্সনটি ব্যবহার করা হয়, তাতে কে আপনার হোয়াটসঅ্যাপ আপনি শেষবার চেক করলেন এবং আপনি অনলাইন আছেন কি না, তা বোঝা যাবে।
হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রাইভেসি অপশনে গেলেই পাওয়া যাবে লাস্ট সিন এবং অনলাইন এবং এই চারটির মধ্যে যে কোনও একটি বেছে নিনের অপশনও।
হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্ক করে দিয়ে জানাচ্ছে, নিজের অনলাইন এবং লাস্ট সিন স্টেটাস হাইড করে রাখলে অপরের লাস্ট সিন স্টেটাসও দেখা যাবে না। অন্য কেউ অনলাইন রয়েছে কি না দেখা যাবে না তাও।
এবার আপনি কতটা পর্দার আড়াল থেকে হোয়াটসঅ্যাপ করতে চান এবং সেই ব্যাপারে বদ্ধপরিকর, তা নির্ভর করবে আপনার ওপরেই।
সম্প্রতি, হোয়াটসঅ্যাপ বহু নতুন ফিচার যোগ করেছে অ্যাপটিকে আরও দ্রুত করে তোলার জন্য। দুনিয়াজুড়ে কয়েক কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তার সুবিধাও ভোগ করা শুরু করেছেন।