এখন প্রায় প্রতি হাতেই স্মার্টফোন। আর, প্রতিটি স্মার্টফোনেই রয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের নিয়মিত বদলেও অভ্যস্ত ইউজাররা। এবার ওই ইউজারদের স্বার্থের কথা মাথায় রেখেই একগুচ্ছ নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
স্টেটাস রিঅ্যাকশন: এতদিন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের মতো রিঅ্যাকশন দেওয়া যেত না হোয়াটসঅ্যাপে। কিন্তু এবার সেই সুযোগ মিলতে চলেছে। পছন্দমতো ইমোজি দেওয়া যাবে।
পাস্ট গ্রুপ পার্টিসিপেন্টস: সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে কোনও সদস্য গ্রুপ ছাড়লে বা তাঁকে সরিয়ে দেওয়া হলেও লিস্টে তাঁর নাম দেখা যাবে।
অবতার: এবার অবতারের দেখা মিলবে হোয়াটসঅ্যাপেও। ইউজাররা নিজেদের ৩ডি কার্টুন ইমেজ তৈরি করে তা চ্যাট কিংবা স্টেটাসে ব্যবহার করতে পারবেন।
চ্যাট আপডেট: এবার থেকে সংস্থার তরফেও একটি অফিশিয়াল চ্যাট থাকবে। সেই চ্যাটে হোয়াটসঅ্যাপের তরফে নতুন নতুন ফিচার কিংবা শেয়ারের টিপস ও ট্রিকস অথবা অন্য কোনও তথ্য ভাগ করে নেওয়া হবে ইউজারদের সঙ্গে।