আচমকাই থমকে গেল হোয়াটসঅ্য়াপ। কেন এমনটা হল তা নিয়ে এখনও ধোঁয়াশা চলছে। এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি আসেনি। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই পরিষেবা। তারপর থেকেই শুরু হয় জল্পনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ম্য়াসেঞ্জার অ্য়াপ বন্ধ হয়ে যাওয়ায় অনেক অফিসেই কাজ আটকে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক কর্পোরেট দফতর থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি ফেসবুক।
কোনও প্রযুক্তিগত ক্রটি, নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়। এর আগেও একাধিকবার হোয়াটসঅ্য়াপে সমস্য়া দেখা দিয়েছে। আবার ঠিকও হয়ে গিয়েছে। কিন্তু কোনও বার এমন আচমকা ভাবে বন্ধ হয়নি পরিষেবা। সংস্থার পক্ষ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, বিষয়টি তারা দেখছেন।
সোমবার গিয়েছে কালীপুজো, মঙ্গলবার থাকবে দীপাবলির রেশ। ফলে থাকবে শুভেচ্ছা বিনিময়ের পালা। কিন্তু আচমকা হোয়াটসঅ্য়াপ বন্ধ হয়ে সবারই প্রায় মাথায় হাত।