নয়া সুবিধা নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। নতুন উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ শুরু করল এই সংস্থা। যা হোয়াটসঅ্যাপ এবং উইন্ডোজ- এই দুইয়ের ইউজারের ক্ষেত্রেই অত্যন্ত উপযোগী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া, এই বিশেষ উদ্যোগের ফলে সর্বোচ্চ ৮ জনের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলা যাবে আর অডিয়ো কলে কানেক্ট করা যাবে ৩২ জনের সঙ্গে। তবে, এই সংখ্যাটি ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, আরও একাধিক নয়া আপগ্রেডেশন হয়েছে হোয়াটসঅ্যাপে। যার ফলে অ্যাপটি আরও দ্রুত কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ডিভাইজের মধ্যে সিঙ্ক করা ছাড়াও লিঙ্কের প্রিভিউ এবং স্টিকারের ক্ষেত্রেও হয়েছে এই বিশেষ আপগ্রেডেশন। এছাড়া, সংস্থার পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে ইউজাররা সর্বোচ্চ চারটি ডিভাইজ থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। যেখানে অফলাইন থাকা সত্ত্বেও চ্যাটগুলি সিঙ্ক করবে।