হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হবে বেশ কিছু মোবাইল ফোনে। কিছু অ্যান্ডরয়েড এবং আইফোন ব্যবহারকারী আর নিজেদের ফোনে ব্যবহার করতে পারবেন না WhatsApp। আপনার ফোন সেই তালিকায় রয়েছে কি না, ভাবছেন? জানিয়ে রাখি, সমস্ত ফোনে বন্ধ হবে না হোয়াটসঅ্যাপ।
GizChina এর মতে, Apple এবং Samsung সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪৯ টি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আপডেট বা মেসেজিং প্ল্যাটফর্মটির অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এই ফোনগুলি খুবই পুরোনো, এবং এর ব্যবহারকারীও কম।
Penguin Antarctica: বিশ্ব উষ্ণায়ন ও দূষণ, শতাব্দীর শেষে বিলুপ্ত হয়ে যেতে পারে পেঙ্গুইন, দাবি গবেষণায়
স্মার্টফোনের তালিকায় iphone5, Samsung Galaxy S3 mini এর মতো এককালের জনপ্রিয় ডিভাইসও রয়েছে। আপনার কাছেও এমন ফোন থেকে থাকলে, বদলানোর কথা ভেবে দেখতে পারেন।