নতুন বছরে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এবার সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য প্রক্সি সাপোর্ট চালু করতে চলেছে এই মেসেজিং অ্যাপ। যার ফলে, গ্রাহকরা এবার থেকে ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন প্রক্সি সাপোর্ট?
প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিতে হবে।
এরপর অ্যাপের সেটিংসে যেতে হবে।
সেটিংসে গিয়ে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করতে হবে।
সেখানে 'প্রক্সি' অপশনে ক্লিক করতে হবে।
এরপর ইউজ প্রক্সিতে ক্লিক করে প্রক্সি অ্যাড্রেস সেভ করতে হবে।
আরও পড়ুন- সংস্থার খরচ কমাতে ১৮০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অ্যামাজনের
প্রক্সি হল আদতে একটি কম্পিউটার যেটি ইন্টারনেট অন্য গ্যাজেটের সঙ্গে ভাগ করে নেয়। এভাবেই ফোনে ইন্টারনেট না থাকলে প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই রকম গ্যাজেটের ক্ষেত্রেই প্রযোজ্য।