সেজেগুজে, বিচ্ছেদ উদযাপন! এও হয়? হচ্ছে তো, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একগুচ্ছ ছবি। লাল গাউন পরে প্রি ওয়েডিং-এর মতোই নানা পোজে ছবি তুলেছেন তরুণী। ডিভোর্স উদযাপন করছেন তিনি। জানা গিয়েছে ভাইরাল হওয়া তরুণীর আসল পরিচয়।
তরুণীর নাম শালীনি, দক্ষিণ ভারতীয় এক মডেল তিনি। shalu2626 এই ইন্সটা প্রোফাইল থেকেই প্রথম ভাইরাল হয় ডিভোর্স ফটোশুটের একগুচ্ছ ছবি। সঙ্গে শালীনি বিচ্ছেদ এবং বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে ইতিবাচক একটি পোস্ট করেছিলেন। বিবাহবিচ্ছদই যে জীবনের শেষ নয়, বরং নতুন ভাবে বাঁচার শুরু, -এই ছিল সেই ইন্সটা বার্তার সারমর্ম।
Same-sex marriage: সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল মোদী দরকার
ভাইরাল ফটো নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে। তার প্রেক্ষিতে ইন্সটায় শালীনি জানিয়েছেন, যারা তাঁর সমালোচনা করেছেন, তাঁর জুতোয় পা গলালে, তেমন করতেন না।