মাত্র একমাস বিয়ে হয়েছে, বরের ছুটি নেই, 'অভিমানে' ফোন তোলেন না নতুন বউ। এক সপ্তাহের ছুটির আবেদন করলেন পুলিশ কনস্টেবল। ছুটি মঞ্জুর করল ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘটনা। একমাস আগে বিয়ে করেছিলেন পুলিশ কনস্টেবল। বিয়ের পর ছুটি পাননি, স্ত্রীয়ের সঙ্গে সময়ও কাটানো হয়নি নব বিবাহিত স্বামীর। অভিমানী স্ত্রী ফোনও তোলেননা। তাই সাত দিনের ছুটি চেয়ে সোজা পুলিশ ক্যাপটেনের কাছেই আবেদন করেছেন পুলিশ কনস্টেবল। সেই আবেদন পত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Jackie Shroff: 'সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান' যোগী আদিত্যনাথের কাছে আবদার কোন তারকার?
কাজের সূত্রে নেপাল সীমান্তে কর্মরত ওই কন্সটেবলকে ৫ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে।