ভুলবশত মানুষ এমন কিছু করে ফেলে, যা অনেকের কাছেই হাসির উদ্রেক করলেও, তার সঙ্গে জড়িয়ে থাকে বিপর্যয়ের অনুষঙ্গও। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভুল করে নিজের আইপ্যাডটি মাইক্রোওভেনে দিয়ে দিলেন এক মহিলা। সেই আইপ্যাডটি সম্পূর্ণ নষ্টও হয়ে গেল তার ফলে। ওই মহিলার পুত্র রেডিট-এ ছবিটা শেয়ার করেন।
সেখানেই পুরো ঘটনার একটি বিবরণ দেন ওই মহিলার পুত্র। ওই ভদ্রমহিলা জানান, "ঘটনাটা ইচ্ছাকৃত নয়। আমি মাইক্রোওভেনে শুধু বয়েলিং প্যান রাখতে গিয়েছিলাম। কীভাবে আইপ্যাড রাখলাম, আমি বুঝতে পারছি না"।
খাবার রান্নার সময় সেই পাত্রের সঙ্গে তিনি মাইক্রোওভেনের উপরে রাখা আইপ্যাডটিও বেক করতে দিয়ে দেন। সোশাল মিডিয়ায় দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, আইপ্যাডটি একেবারে পোড়া কয়লার মতো হয়ে গিয়েছে। আইপ্যাডের স্কিনটা পুরোপুরি নষ্ট হয়েছে। মহিলা জানিয়েছেন, স্বেচ্ছায় এ-কাজ করেননি তিনি। ভুল করে হয়ে গিয়েছে। তাঁর কথায়, ওভেনের উপরেই আইপ্যাডটি রাখা ছিল। যার উপরে তিনি প্যানটি রাখেন। ওভেনে ঢোকানোর সময় সেটি ওই পাত্রের তলায় আটকে গিয়েছিল। তিনি খেয়াল করেননি।
তবে শুধু শ্লেষ বা হাসাহাসি নয়, প্রবল সমালোচনার মুখেও পড়েছেন ওই মহিলা। যদিও, কেউ কেউ আবার বলেছেন, ডিমেনশিয়ার কথাও।