এলাহি আয়োজন। হবু মায়ের পরনে হলুদ আর সবুজ রঙের নতুন শাড়ি। গলায় ফুলের মালা। আর তার সামনে রাখা তার পছন্দের নানা রকমের পদ। সঙ্গে গোটা ফলও রয়েছে। কপালে পরানো হচ্ছে তিলক।
এভাবেই ধুমধাম করে নিজের প্রিয় সারমেয়র সাধ পালন (Baby Shower) করেছেন সুজাতা ভারতী। আর এই সাধ পালনের ভিডিয়োটি (Viral Video) নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। লিখেছেন 'আমার কিউটির জন্য বেবি শাওয়ার'। সোশ্যাল মিডিয়ায় (Instagram) ওই ভিডিয়ো মুহূর্তেই মন কেড়েছে নেটিজনদের।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলা তাঁর প্রিয় কুকুরকে একটি মালা পরিয়ে উত্সাহের সঙ্গে ঐতিহ্যবাহী বেবি শাওয়ারের অনুষ্ঠান পালন করছেন৷ কপালে তিলক পরিয়ে দিচ্ছেন এবং সাজিয়ে সারমেয়কে থালায় করে খাবার পরিবেশন করছেন।
আরও পড়ুন- অক্ষরের জন্মদিনে নিমন্ত্রিত ৩৫০ জন! ভাইরাল ঝাড়খন্ডের সারমেয়র ভিডিয়ো
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমেন্টে নেটিজেনরা হবুউ মাকে আশীর্বাদ করেছেন। এবং তার গর্ভাবস্থাকে স্মরণীয় করে রাখার জন্য ওই পরিবারের প্রশংসা করেছেন। ২০ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে, ভিডিয়োটি ৩.৪ লক্ষেরও বেশি লাইক এবং দু'হাজারটিরও বেশি কমেন্ট করে সারমেয় আনন্দ প্রকাশ করেছে।